Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের জয়ের দিনে সাকিবের দারুণ পারফরম্যান্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৬:২৮ | আপডেট: ৬ জুলাই ২০২৪ ২৩:১০

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অভিষেকে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের অভিষেকের দিনে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও জয় পেয়েছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ অবদান রেখেছেন। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ১২ রানে জিতেছে সাকিবের লস অ্যাঞ্জেলস।

কাল টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান তুলেছিল সাকিবের লস অ্যাঞ্জেলস। শুরুটা অবশ্য ভালো হয়নি দলটির। দুই ওপেনার জেসন রয় ও সুনীল নারিন ফিরেছেন অল্পতেই।

বিজ্ঞাপন

সাকিব চারে নেমে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তিন চারে ১৩ বলে ১৭ রান করে ফিরেছেন। এরপর লস অ্যাঞ্জেলসের হয়ে দাঁড়িয়ে যান উন্মুক্ত চাঁদ। ৪৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে শক্ত স্কোরের দিকে এগিয়ে নিয়েছেন। তবে ডেভিড মিলার, আন্দ্রে রাসেলরা সেভাবে মেলে ধরতে পারেননি নিজেদের। যাতে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬২ রানে থেমেছে লস অ্যাঞ্জেলস।

পরে বোলিংয়ে লস অ্যাঞ্জেলসের শুরুটা ভালো হয়েছে। ডু প্লেসিকে শুরুতেই থামিয়ে দিয়েছিলেন স্পেনচার জনসন। সাকিব পাওয়ার প্লে শেষে বোলিংয়ে এসে টানা তিন ওভার বোলিং করেছেন। তাতে ৩২ রান খরচ করে অ্যারন হার্ডির উইকেট তুলে নেন তিনি।

লস অ্যাঞ্জেলসের সেরা বোলার অবশ্য আলী খান। এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে আলী। ম্যাচটা সেখানেই ঘুরে যায় লস অ্যাঞ্জেলসের দিকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫০ রানে থেমেছে টেক্সাস সুপার কিংস। যাতে ১২ রানের জয় পেয়েছে সাকিবের লস অ্যাঞ্জেলস।

সারাবাংলা/এসএইচএস/ এফএম

ক্রিকেট সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর