Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ নিতে হবে: খাদ্যমন্ত্রী

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৭:৫৮

নওগাঁ: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তন একুশ শতকের একটি অন্যতম বৈশ্বিক ঝুঁকি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন। শনিবার (৬ জুলাই) জেলা প্রশাসকের সভা কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

বিজ্ঞাপন

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত হটস্পটগুলোর মধ্যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে নওগাঁ জেলা অন্যতম উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকায় খরার প্রকোপ ক্রমাগত বাড়ছে। ফলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, কৃষি জমির জন্য পানি হ্রাস পাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য সেঁচ ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পিকেএসএফ-এর সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী ১৮টি সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

খাদ্যমন্ত্রী জলবায়ু পরিবর্তন টেকসই উদ্যোগ নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর