Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিস্তি না দেয়ায় গালিগালাজ, গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৮:৩২

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পাথুরিয়া এলাকায় বেসরকারি টিএমএসএস এনজিও কর্মীদের ঋণের কিস্তির চাপে আমেনা খাতুন (৪৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আমেনা সদর উপজেলার পূর্ব পাথুরিয়া গ্রামের শাহজাহান মন্ডলের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা সাবিনা খাতুন বলেন, জয়পুরহাটের বেসরকারি এনজিও টিএমএসএস থেকে ঋণ নেওয়া ছিল আমেনা বেগমের। আমারও সেখানে ঋণ ছিল। সেখানে দুই সপ্তাহের কিস্তি বাকি ছিল আমেনার। সকালে এনজির কর্মী কারিমা ও ম্যানেজারসহ তিনজন কর্মী আমেনার বাড়িতে আসেন। এসময় ম্যানেজার কিস্তির জন্য গালিগালাজ করেন ও বিকেল ৪টার মধ্যে কিস্তি না দিলে মামলার হুমকি দেন। আমিসহ আরও কয়েকজন সদস্য সেখানে ছিলাম। এরপরে তারা চলে গেলে বেলা ১১টার দিকে বারান্দায় বাঁশের তীরে রশি দিয়ে গলায় ফাঁস দেন আমেনা।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব হোসেন খোকন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে শুনলাম নিহতের নাকি টিএমএসএস এনজিওতে কিস্তি বাকি ছিল। আজকে তাকে এজন্য চড়া কথা বলেছিল এনজিওর এক কর্মী। এজন্যই তিনি আত্মহত্যা করতে পারেন। পরে আমি এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী শাহজাহান বলেন, আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া-বিবাদ ছিলনা। সকালে বাড়ি থেকে বের হয়ে ভ্যান চালাতে চাই। পরে শুনি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। পরে বাড়িতে এসে জানতে পারি কিস্তির লোক এসে কিস্তির টাকার জন্য চাপ দেয় আমার স্ত্রীকে। কিন্তু কিস্তির বই তাদের অফিসে থাকায় মঙ্গলবারে কিস্তি দিতে চাওয়ায় তারা অনেক খারাপ ভাষায় আমার স্ত্রীকে গালিগালাজ করেন। এতেই আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

তবে টিএমএসএসের ঋণ শাখার জয়পুরহাট জোনাল ম্যানেজার আল মামুন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে ঘটনাস্থলে আমাদের অফিসের কোনো কর্মীই যাননি। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে কারিমা নামে এনজিও কর্মী তাদের অফিসে চাকরি করেন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

আত্মহত্যা গৃহবধূ জয়পুরহাট টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর