Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের সঙ্গে ভাগ্য পরিবর্তন হওয়ায় মানুষ শান্তিতে আছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৯:০১

খুলনা: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন করে যাচ্ছে বলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, তারা শান্তিতে আছে। সব ক্ষেত্রে দেশে একটি বিরাট পরিবর্তন হয়েছে। গ্রামীণ জনপদে শহরের সুবিধা নিশ্চিত করতে গৃহিত সব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সরকারের ব্যাপক উন্নয়ন চাপা পড়ে যাচ্ছে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে সিভিল প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদের তদন্ত শুরু হয়েছে। আবার পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা সদস্য বিলকিস আক্তার ধারা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইমাম হোসেন মোড়ল, কামরুজ্জামান নান্নু, জামিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক শাহাবাজ মোল্যা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আঃ সাত্তার মামুন, যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস রবীন বসু, গোলাম সরোয়ার মুন্সী, জাহিদুল বিশ্বাস, মাহাবুব হোসেন, ইদ্রিস আলী, সৈয়দ তুরান, শেখ আসলাম হোসেন, মঈনুল ইসলাম নয়ন, মিরাজুল ইসলাম বাধন প্রমূখ।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর