Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ২০:৫৬ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ০০:৫৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-লিপি বেগম (৩৫) ও তার ছয় মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় মাসের মেয়ে আলিছাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (মিশুক) সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা ও মেয়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ

অটোরিকশা টপ নিউজ ট্রাক নিহত মা মুন্সীগঞ্জ মেয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর