Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ান বাংলাদেশের সম্মিলনে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ২৩:১৫

ঢাকা: জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশ— এর সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়ান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সম্মিলনে ওয়ান বাংলাদেশের চিফ প্যাট্রন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘ব্রেইনড্রেইনদের (উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী) ফেরত আনার ব্যবস্থা করবে ওয়ান বাংলাদেশ। আমরা পথ তৈরি করছি সে পথ দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম হেঁটে যাবে। একা অনেক কিছুই করা সম্ভব নয়। তবে এখানে আজকে আমরা যারা একত্রিত হয়েছি তারা সকলে মিলে অনেক কিছু করতে পারবো। ধীরে ধীরে সারা দেশে আমরা এই কার্যক্রম ছড়িয়ে দেবো। বঙ্গবন্ধুর ঘোষণা করা ন্যায্যতার ভিত্তিতে কাজ করে যাবে ওয়ান বাংলাদেশ।’

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, ‘ওয়ান বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে সুসংগঠিত একটি বুদ্ধিবৃত্তিক, অসাম্প্রদায়িক এবং দক্ষ ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধকরণের কারিগর সংগঠন।ওয়ান বাংলাদেশ শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে সেই সাথে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনেও ভূমিকা রাখছে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় এমন আধুনিক বাংলাদেশের যাত্রা অভিমুখে সরকারের জন্য ওয়ান বাংলাদেশ ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। উচ্চ শিক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে সিটিজেন চাটার কর্মকৌশল গ্রহণ করেছে। ফলে শিক্ষিত জনগোষ্ঠীর নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অধ্যাপক মো. রশীদুল হাসানকে প্রেসিডেন্ট এবং ড. কানিজ আকলিমা সুলতানাকে জেনারেল সেক্রেটারি করে ২০২৩-২০২৮ মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট ওয়ান বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটির পরিচিতি পর্বের আয়োজন করা হয়। কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।

ওয়ান বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মো. রশীদুল হাসান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাজ করবে ওয়ান বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের চারটি স্তম্ভকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা; অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবো আমরা।’

অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশ এর পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি ড. কানিজ আকলিমা সুলতানা।
এ সময় তিনি নতুন কমিটির সকলকে অভিনন্দন জানাবার পাশাপাশি বলেন, ‘আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ। আর আজ এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মাঝেই দেখা যাচ্ছে এক খণ্ড আলোকিত বাংলাদেশ। কেননা আপনারা সবাই শ্রদ্ধেয় ও আলোকিত মানুষ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো, লুৎফুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বীর সাত্তার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম জাকির হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন ভুইয়াঁ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আকতার, এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সোনিয়া বশির কবিরসহ অন্যরা।

অনুষ্ঠানে আলোচনা, সম্মাননা প্রদান, তথ্যচিত্র প্রদর্শন, আন্তর্জাতিক গবেষণা জার্নাল উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, ‘এক তর্জনী এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে ওয়ান বাংলাদেশ সংগঠনটি গঠিত হয়েছে।

সারাবাংলা/এসবি/এমও

ওয়ান বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর