Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জেলায় মহিলা পলিটেকনিক স্থাপনে খরচ বাড়ছে ১৭ খাতে

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ০৮:৪৫

ঢাকা: ১৭ খাতে ব্যয় বাড়ছে ৪ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের ক্ষেত্রে । এ জন্য ‘সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে এমন প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে।

এটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৩৫৩ কোটি ৯৮ লাখ টাকা। প্রথম সংশোধনীতে বেড়ে দাঁড়িয়েছে ৪০২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার টাকা। এখন দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়িয়ে ৪০৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার  টাকা এবং তিন বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত মে পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি হয়েছে ১০৭ কোটি ৪৫ লাখ টাকা এবং বাস্তব অগ্রগতি হয়েছে ৫৫ শতাংশ। প্রস্তাবটি নিয়ে ১০ জুলাইয়ে অনুষ্ঠিত হবে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি)  সভা। ওই সভায় সভাপতিত্ব করবেন আর্থ-সামাজিক অবকাঠমো বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভিন।

যে সব খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেগুলো হচ্ছে, প্রস্তাবিত প্রকল্পের আরডিপিপিতে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বিষেশ ভাতা, যানবাহন ব্যবহার, ওয়ার্কসপ ব্যয়, বইপত্র সাময়িকী, যাতায়াত ব্যয়, শ্রমিক মজুরি, ফিটনেস ফি, প্রশিক্ষণ, গ্যাস বা জ্বালানি, বদলি ভ্রমণ ব্যয়, সম্মানী, আসবাবপত্র মেরামত, কম্পিউটার মেরামত, অফিস সরঞ্জামাদি মেরামত এবং মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি অঙ্গগুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘পিইসি সভায় যেসব খাতের ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি নতুন অঙ্গ অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে আলোচনা হবে। এরপরই সবার সঙ্গে আলাপ আলোচনা করে সুপারিশ দেওয়া হবে।’

বিজ্ঞাপন

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশের চারটি বিভাগের ৪টি জেলায় উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশনে অধিক সংখ্যক নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে দক্ষ ও চাকরিযোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো অন্তভুর্ক্ত করা এবং চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতি বছর ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি করাসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য ভৌত সুবিধাদি সৃষ্টি করার জন্য সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক স্থাপন করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৯৮ লাখ টাকা।

এটি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালে বাস্তবায়নের মেয়াদ ছিল। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয় ব্যয় বৃদ্ধি ছাড়া এটির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত অর্থাৎ এক বছর বৃদ্ধি করে। এরপর কিছু অঙ্গের ব্যয় বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী নতুন টেকনোলজি অন্তর্ভুক্তিসহ প্রকল্পের মেয়াদ তিন বছর বৃদ্ধি করে মোট ৪০২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ ধরা হয়।

প্রস্তাবে আরও বলা হয়েছে, এ পর্যায়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) নবম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সভায় বলা হয়, যে সব নির্মাণ ও পূর্ত কাজের দরপত্র এখন ও আহবান করা হয়নি, যেসব ভবনের কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং গণপূর্ত অধিদফতরের রেট সিডিউল ২০২২ সালে (সংশোধিত) সে সব নির্মাণ ও পূর্ত কাজের ব্যয় বৃদ্ধি এবং প্রকল্পের অনুমোদিত মূল ডিপিপিতে অন্তভুক্ত টেকনোলজিগুলোর পরিবর্তে যুগোপযোগী টেকনোলজি অন্তর্ভুক্তিসহ প্রকল্পের মেয়াদ ৩ বছর বৃদ্ধি করে মোট ৪০৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ব্যয় ধরে ২০২৭ সালের জুনে বাস্তবায়নের জন্য দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। যেটি অনুমোদিত প্রথম সংশোধিত মোট ব্যয় অপেক্ষা ৬০ কোটি ৪৪ লাখ বৃদ্ধি।

প্রকল্প সংশোধনের কারণ হিসাবে বলা হয়েছে—

নতুন অঙ্গ অন্তর্ভুক্তি: প্রস্তাবিত প্রকল্পের আরডিপিপিতে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বিষেশ ভাতা, যানবাহন ব্যবহার, ওয়ার্কসপ ব্যয়, বইপত্র সাময়িকী, যাতায়াত ব্যয়, শ্রমিক মজুরি, ফিটনেস ফি, প্রশিক্ষণ, গ্যাস বা জ্বালানি, বদলি ভ্রমণ ব্যয়, সম্মানি, আসবাবপত্র মেরামত, কম্পিউটার মেরামত, অফিস সরঞ্জামাদি মেরামত এবং মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি অঙ্গগুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিছু অঙ্গের ব্যয় বৃদ্ধি: রাজস্ব ও মূলধন খাতে  (বেতন ও ভাতাদি, পণ্য ও সেবার ব্যবহার, ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, যানবাহন, কম্পিউটার সামগ্রী ক্রয় ইত্যাদি)খাতে কিছু অঙ্গের ব্যয় বৃদ্ধি পেয়েছে।

কিছু অঙ্গের ব্যয় কমেছে: রাজস্ব ও মূলধন খাতে (ভূমি অধিগ্রহণ বা ক্রয়, নির্মাণ ও পূর্ত কাজ, আসবাবপত্র সরবরাহ ইত্যাদি) খাতে কিছু অঙ্গের ব্যয় কমেছে।

পরিকল্পনা কমিশনের শিক্ষা উইংয়ের মতামত:  প্রস্তাবিত প্রকল্পে রাজস্ব ও মুলধন খাতে  (বেতন ও ভাতাদি খাতে ৮২ লাখ ৯২ হাজার টাকা, পণ্য ও সেবার ব্যবহার খাতে এক কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ভূমি উন্নয়ন খাতে ৭৯ লাখ ৪৪ হাজার টাকা, যন্ত্রপাতি ক্রয় খাতে ২ কোটি ৪১ লাখ ৭৭ হাজার টাকা, যানবাহন খাতে ২০ লাখ ১১ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী ক্রয় খাতে ২ লাখ টাকাসহ) সর্বমোট ৫ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত দ্বিতীয় সংশোধনী আরডিপিপিতে ভূমি অধিগ্রহণ ক্রয় খাতে ৬ লাখ ৩৪ হাজার টাকা , নির্মাণ ও পূর্ত কাজে ৮০ লাখ ১৮ হাজার টাকা, আসবাবপত্র ক্রয় খাতে ৪ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকাসহ মোট ৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/জেজে/একে

পিইসি বাজেট মহিলা পলিটেকনিক স্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর