চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা অভিযান চালিয়েছে প্রক্টরিয়াল টিম। এসময় অন্তত ৩০ জনকে আটক করে তল্লাশি করা হয়, যাদের মধ্যে আটজন চবি শিক্ষার্থী। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন।
এদের কয়েকজনের কাছে গাঁজা পাওয়া গেছে বলে প্রক্টরিয়াল বডির সদস্যরা জানিয়েছেন।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
জানা গেছে, ক্যাম্পাসের বায়োলজি বিভাগের পুকুর পাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দীপঙ্কর হলের সামনে অভিযান চালানো হয়।
প্রায় ৩০ জনের কাছ থেকে মোবাইল ও কয়েকজনের মোটরসাইকেল জব্দ করা হয়। নয়জনের কাছে শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. লিটন মিত্র সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টি গ্রুপকে আটক করে তল্লাশি চালাই। এদের অধিকাংশই বহিরাগত। কয়েকজনের কাছে গাঁজা পাওয়া গেছে।’
‘বহিরাগতদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’