Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় জাতিসংঘের স্কুলে বোমা হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুল ভবনে বিমান হামলায় অনেকে আহত হয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর ভবনটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধুলো ও ধ্বংসস্তূপপূর্ণ রাস্তায় কয়েকটি শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি চিৎকার করছেন এবং তারা আহতদের সহায়তার জন্য দৌড়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত স্কুলের উপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একটি স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী একটি কক্ষ লক্ষ্য করে হামলা চালায়। তাদের অভিযোগ হামাস সদস্যরা ওই কক্ষ ব্যবহার করছেন।

ভবনটিতে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

সারাবাংলা/একে

গাঁজা জাতিসংঘ স্কুল টপ নিউজ বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর