‘ব্রাজিলের লক্ষ্য পরের বিশ্বকাপ’
৭ জুলাই ২০২৪ ১২:৪৮
গ্রুপ পর্বে মাত্র একটি জয় নিয়ে রানারআপ হয়েই কোয়ার্টারে পা রেখেছিলেন তারা। ব্রাজিলের সামনে আজ ছিল উরুগুয়ে বাধা। তবে সেই বাধা টপকাতে পারেনি ব্রাজিল। টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। এমন হারের পর ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ সেনসেশন এন্ড্রিক বলছেন, ব্রাজিলের লক্ষ্য এখন ২০২৬ সালের বিশ্বকাপ।
দুই হলুদ কার্ড দেখে কোয়ার্টারে নিষিদ্ধ হয়েছিলেন দলের অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়র। তার পরিবর্তে আজ একাদশে ছিলেন এন্ড্রিক। তবে পুরো ম্যাচেই এন্ড্রিক ছিলেন বর্ণহীন। গোলের কোনও সুযোগও তৈরি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল করতে পারেনি ব্রাজিল-উরুগুয়ে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।
হতাশার এমন হারের পর এন্ড্রিক বলছেন, ব্রাজিলের লক্ষ্য এখন পরের বিশ্বকাপ, ‘আমরা এই মুহূর্তে ব্রাজিলকে শীর্ষেই রাখতে চাই। আমরা নিজেদের কাজটা চালিয়ে যাব। বিশ্বকাপের প্রস্তুতি নেব। আমরা জানি এটা এই মুহূর্তে অনেক কঠিন কাজ মনে হবে। তবে আশা করি ব্রাজিলের সবাই আমাদের পাশে থাকবে।’
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও এন্ড্রিকের সাথে সুর মিলিয়ে বলেছেন, ব্রাজিলের মূল লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইপর্ব পার করা, ‘আমরা অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছি। এই দলটি নতুন, তাই অনেক চ্যালেঞ্জ থাকবেই। আমাদের দল সাজানো ও উন্নতির অনেক জায়গা আছে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। আমরা বাছাইপর্বের তালিকায় ষষ্ঠ স্থানে আছি, এটা মোটেও স্বস্তিদায়ক নয়।’
সারাবাংলা/এফএম