অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ মাস বয়সী মেয়ে শিশু এবং দুই ও চার বছরের দুটি ছেলে রয়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। এরপর ওই বাড়ি থেকে গুরুত্বর অবস্থায় ছেলে দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ান পুলিশ বলেছে, তারা এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।
এ ঘটনায় ৬ থেকে ১১ বছর বয়সী আরও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা এখন স্থিতিশীল।
এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ২৯ বছর বয়সী এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া, ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।