Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে স্বাস্থ্যখাত অনেক এগিয়ে গেছে: শিল্পমন্ত্রী

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১৪:৩৫

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ স্বাস্থ্যখাত অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে স্বাস্থ্য খাতের আমল পরিবর্তন হয়েছে। দেশে কিডনি, হৃদরোগ থেকে শুরু করে সব চিকিৎসা এখন বাংলাদেশে‌ হচ্ছে। নরসিংদীতে অচিরেই মেডিকেল কলেজ করা হবে । এতে করে জেলার স্বাস্থ্যখাত আরও উন্নত হবে।

রোববার (৭ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে সমাজসেবা অধিদফতরের আয়োজনে ক্যানসার, কিডনি, লিভার, প্যারালাইসিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহিম, মোবাশ্বের আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে ১৮১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন শিল্পমন্ত্রী।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর