Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএমআইর সক্ষমতা বাড়াতে কাজ করতে চায় জাইকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ২০:২৯

ঢাকা: বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিউটে -বিপিএমআই এর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে
উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জাইকা। রোববার (৭ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেন সফররত জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই। এ সময় তিনি মাতারবাড়িতে বিদ্যমান অব্যবহৃত ভূমির যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানে জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের সুসম্পর্ক। প্রতিবছরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে। বিপিএমআই এর সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক। এ

এসময় তিনি মাতারবাড়িতে বিদ্যমান অব্যবহৃত ভূমির যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, জাপান ও জাইকা আমাদের পরীক্ষিত বন্ধু। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ডে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল করা হবে। সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা চলছে। মহেশখালী থেকে গ্যাস সঞ্চালনের জন্য একটি পাইপলাইন প্রয়োজন। জাইকা পাইপলাইন স্থাপনে বিনিয়োগ করতে পারে। বিশাল সমুদ্রের সুনিল অর্থনীতির সুফল আমরা পাচ্ছি না। এখানেও জাইকা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। মানবসম্পদ উন্নয়নে জাইকার আরও অবদান প্রত্যাশা করছি।

সারাবাংলা/জেআর/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর