শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, সোমবার ফের ‘বাংলা ব্লকেড’
৭ জুলাই ২০২৪ ২০:৫৩
সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি নিয়ে সোমবার ফের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। নতুন এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে অবরোধ তুলে নিয়েছেন তারা।
রোববার (৭ জুলাই) রাত ৮টায় নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করেছেন কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ দিন দুপুরেই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার দুপুরে ঢাকার রাজপথ অবরোধ করেন। নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় অবরোধ ছড়িয়ে পড়লে ঢাকা কার্যত স্থবির হয়ে পড়েছিল।
আরও পড়ুন- কোটাবিরোধী আন্দোলন: সরকারের সঙ্গে ‘আলোচনা’য় ৪ জন
এ অবস্থায় সন্ধ্যার দিকে কোটাবিরোধীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি আন্দোলনের চার সমন্বয়ককে ‘আলোচনা’র জন্য ডেকে নেন। ‘আলোচনা’ শেষে রাত পৌনে ৮টার দিকে তারা শাহবাগ ফিরে আসেন।
তবে শাহবাগে ফেরার পর চারজনের কেউই সরকারপক্ষের সঙ্গে আলোচনার বিষয়ে কিছুই বলেননি। সোমবার ফের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা এ দিনের মতো অবরোধ তুলে নেন।
ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় ফের শাহবাগ মোড়ে জড়ো হবেন কোটাবিরোধী আন্দোলনে যুক্তরা। বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন।
আরও পড়ুন-
- দ্বিমুখী আন্দোলনে অচল শেকৃবি
- চট্টগ্রামে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু
- তীব্র যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীতে
- অবরুদ্ধ শাহবাগ— কোটা বাতিল চান শিক্ষার্থীরা
- কোটা পুনর্বহালে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবি
- টানা ৩য় দিনের আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ
- কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছে শিক্ষার্থীরা
- শুনানি নেননি আপিল বিভাগ, কোটা নিয়ে হাইকোর্টের রায় বহাল
- অবরুদ্ধ শাহবাগ— হাইকোর্টের কোটা পুনর্বহালে আদেশ বাতিলের দাবি
সারাবাংলা/আরআইআর/টিআর