ঢাবি করেসপন্ডেন্ট: সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে, ৪টার দিকে সায়েন্সল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে রাজধানীর এই অংশের যানচলাচল স্থবির হয়ে পড়েছে।