Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতপুর সীমান্তে ১ কেজি সোনার বারসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১২:৪২ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে দৌলতপুরের ধগলীর মাঠ সীমান্ত এলাকা থেকে মনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে মনোয়ারের হাতে থাকা লাল রঙের ব্যাগ তল্লাশি করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা।

বিজ্ঞাপন

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনার বারগুলো যশোর ট্রেজারি অফিস জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সারাবাংলা/এমও

দৌলতপুর সীমান্ত পাচারকারী সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর