Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিল বাকি থাকায় কেটে দেওয়া হলো স্কুলের বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৭:০৯

দিনাজপুর: ৮ মাসের ৩৮ হাজার ৯৪৫ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় দিনাজপুরের হিলিতে নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। গত ১২ দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

গেল ২৮ জুন শুক্রবার বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি পল্লী বিদ্যুৎ অফিস। তার পর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, ‘১২ দিন হলো স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে।’

নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘স্কুলের ফান্ডে টাকা না থাকার কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে বিল পরিশো করার চেষ্টা চালাচ্ছি।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন, ‘আমি গেল দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তিনি বিল পরিশোধে কালক্ষেপণ করছেন বলে জানতে পেরেছি।’

হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন, ‘হাকিমপুরে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসের বিল বাকি রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। এই কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর’ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এখনও যোগাযোগ করেননি বলে জানান এজিএম বিশ্বজিৎ সরকার।

সারাবাংলা/একে

বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর