Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোতে নিজের ব্যর্থতা স্বীকার করলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪ ০৯:২৭

ইউরোর অন্যতম ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন তারা। তবে এবারের আসরে শক্তিশালী ফ্রান্সকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ওপেন প্লেতে কোন গোল না করে খানিকটা ধুঁকতে ধুঁকতেই সেমিতে পৌঁছে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। হারের পর ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপে বলছেন, এবারের ইউরোতে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন।

পুরো টুর্নামেন্টে নিজেকে হারিয়ে খুঁজেছেন কিছুদিন আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপে। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকে মাস্ক পরেই খেলছেন এমবাপে। পাঁচ ম্যাচে তার গোল মাত্র একটি। সেটিও এসেছে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। তার সাথে ব্যর্থ ফ্রান্সও। সেমিতে স্পেনের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

বিজ্ঞাপন

কখনোই ইউরো না জেতা এমবাপে বলছেন, তার ব্যর্থতাই বড় প্রভাব ফেলেছে দলের এমন পারফরম্যান্সে, ‘এবারের টুর্নামেন্টটা আমার জন্য কঠিন ছিল। আমি ব্যর্থ হয়েছি। আমাদের লক্ষ্য ছিল ইউরো জেতা। আমার ব্যক্তিগত লক্ষ্যটাও ছিল শিরোপা জিতব। তবে এটা আমরা করতে পারিনি, তাই ব্যর্থতা স্বীকার করতেই হবে।’

হারের হতাশা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান এমবাপে, ‘এটাই ফুটবল। আপনাকে হার ভুলে এগিয়ে যেতে হবে। আমি কিছুদিন ছুটি কাটাবো। এটা আমার জন্য ভালো হবে। তারপর আগের ফর্মে ফিরে আসার চেষ্টা করব।’

সারাবাংলা/এফএম

ইউরো ২০২৪ কিলিয়ান এপবাপে ফ্রান্স

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর