Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা বাতিলের দাবিতে খুবিতে মোমবাতি জ্বেলে প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ০৯:২৪

খুলনা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিজয় তোরণের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে মোমবাতি প্রজ্বলন করেন তারা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ তাজ উদ্দিন আহমেদ প্রশাসন ভবনের সামনে দিয়ে ঘুরে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

সারাবাংলা/এমও

কোটা বাতিল প্রতিবাদ মোমবাতি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর