‘স্বপ্নের ফাইনালে’ উঠে উচ্ছ্বাসে ভাসছেন ইয়ামাল
১০ জুলাই ২০২৪ ০৯:৫৮
মাত্র ১৬ বছর বয়সে ইউরো খেলতে এসে আগেই ইতিহাস গড়েছিলেন তিনি। স্পেনের হয়ে এবারের আসরের অন্যতম সেরা লামিন ইয়ামাল সেমিতেও দেখালেন তার জাদু। ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়ে তার চোখ ধাঁধানো এক গোলেই সমতায় ফিরেছিল স্পেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশরা। ম্যাচ শেষে ইয়ামাল বলছেন, জাতীয় দলের হয়ে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ খুশি তিনি।
সেমিতে মাত্র ২১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে গোল করেন ইয়ামাল। ইউরোতে তিনিই সর্বকনিষ্ঠ গোলদাতা। ইয়ামাল ছাড়িয়ে গেছেন সুইজারল্যান্ডের জন ভনলাথেনকে। ২০০৪ সালে ফ্রান্সের বিপক্ষে মাত্র ১৮ বছর ১৪১ দিন বয়সে গোল করে এতদিন ইউরোর সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনিই। ইয়ামাল ১৬ বছর ৩৬২ দিনের মাথায় ফ্রান্সের বিপক্ষে গোল করে এখন ছাড়িয়ে গেছেন সবাইকে। ধারণা করা হচ্ছে ইয়ামালের এই গোলটিই হতে পারে এবারের ইউরোর সেরা গোল।
ফাইনালে পৌঁছে যাওয়ার পর ইয়ামাল বলছেন, স্পেনকে ফাইনালে তোলা ছিল তার স্বপ্ন , ‘জয় দিয়ে ফাইনালে পৌঁছে গিয়ে দারুণ খুশি। আমি জানিনা এটা সেরা গোল হবে কিনা। কিন্তু এটা আমার খাছে বিশেষ একটি গোল। জাতীয় দলের হয়ে ফাইনালে খেলার স্বপ্নটা বহুদিনের। এটা আমার পরিবারেরও স্বপ্ন ছিল। শেষ বাঁশি বাজার পর খুবই উচ্ছ্বসিত ছিলাম। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা।’
১৬ বছর বয়সেই তাকে মানা হচ্ছে স্পেন ও বার্সেলোনার ভবিষ্যৎ। তবে ইয়ামাল এখনই এসব নিয়ে মাথা ঘামাতে চান না, ‘আমি আসলে এসব নিয়ে বেশি ভাবছি না। আমি ‘আইকন’ কিনা সেটাও জানি না। আসলে মাঠে এসব কিছু আমার মাথায় কাজ করে না, সাহায্যও করে না। আমি শুধু আমার দলকে সাহায্য করতে চাই। এটাই করতে থাকব।’
সারাবাংলা/এফএম