Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালাকের পর মুসলিম নারীরাও খোরপোশ চাইতে পারেন—ভারতের আদালতে রায়

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৪ ১৩:২৩

ভারতে বিবাহবিচ্ছেদ হলে মুসলিম নারীরা খোরপোশ পাবেন। বুধবার (১০ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। আদালতের রায়ে বলা হয়, কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের (সিআরপিসি) ১২৫ নম্বর ধারা অনুযায়ী একজন বিবাহবিচ্ছিন্ন মুসলিম নারী স্বামীর কাছ থেকে খোরপোশ চাইতে পারেন।

বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। সম্প্রতি এক মুসলিম ব্যক্তি বিবাহবিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে রাজি হননি। এই অভিযোগে মামলা করেন তার প্রাক্তন স্ত্রী। নিম্ন আদালত ওই নারীর পক্ষে রায় দেন। রায়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন ওই ব্যক্তি। শীর্ষ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে আপিল খারিজ করে দেন।

বিচারপতি নাগরাথনা বলেন, আমরা এতদ্বারা ফৌজদারি আপিল খারিজ করছি যে, ধারা ১২৫ সমস্ত নারীদের জন্য প্রযোজ্য হবে। শুধুমাত্র বিবাহিত নারীর জন্য নয়, বিবাহবিচ্ছিন্ন নারীদের জন্যও প্রযোজ্য। বেঞ্চ স্পষ্ট করেছে যে ভরণপোষণ চাওয়ার আইনটি ধর্ম নির্বিশেষে সকল বিবাহিত নারীর জন্য প্রযোজ্য।

রায়ের সময় দুই বিচারপতি আলাদা আলাদা যুক্তি দিলেও তাদের মূল রায় একই। বিশ্লেষকরা বলছেন, তাদের এই রায় ঐতিহাসিক।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর