নরসিংদী: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে টানা ১০ম দিনেও কর্মবিরতি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ জুলাই) সকাল থেকে এই কার্যক্রম শুরু করে তারা। বিকেল পর্যন্ত সমিতির কার্যালয়ের সামনে এই কর্মবিরতি চলবে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম, ডিজিএম মো. আল-আমীন, বিলিং সুপারভাইজার জেসমিন আক্তার, মাসুদ রানা, মো. রবিউল্লাহ, আব্দুল মোমেনসহ অন্যরা।