Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ২২:৪১

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজের হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

গত বছরের শেষের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও দীর্ঘ আন্তঃ বিভাগ চালু হয়নি। ফলে মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীদের ইন্টার্নির জন্য প্রায় চার কিলোমিটার দূরের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুসহ নানা দাবিতে বুধবার রাস্তায় নামে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দাবি-দাওয়া তুলে ধরেন। পরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীদের পক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ চালুর দাবীতে এক মাসের আল্টিমেটাম দেন। অন্যথায় তারা আরো বৃহত্তরও কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন।

সারাবাংলা/এনইউ

৫০ শয্যা হাসপাতাল কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ বিক্ষোভ মানববন্ধন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর