জি এম কাদের গৃহপালিত ক্রীতদাস: ফিরোজ রশিদ
১০ জুলাই ২০২৪ ২১:৩৩
ঢাকা: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) ‘গৃহপালিত ক্রীতদাস’ বলে অভিহিত করেছেন জাতীয় পার্টির আরেক অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
তিনি বলেন, জি এম কাদের বিরোধী দলীয় নেতার নামে গৃহপালিত ক্রীতদাস। ক্রীতদাসের পায়ে শেকল পরা থাকে। তাকে বিরোধী দলীয় নেতা বানানো সরকারের তামাশা। পুতুল নাচের সুতো যার হাতে থাকে, সে যেভাবে নাচায় সেভাবেই নাচতে হয়। রওশন এরশাদ (জাতীয় পার্টির একাংশের প্রধান) নির্বাচন করলে ইতিহাস অন্যরকম হতো।
বুধবার (১০ জুলাই) মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় পার্টির এই অংশের নেতৃত্বে রয়েছেন রওশন এরশাদ।
কাজী ফিরোজ রশিদ বলেন, দেশ আজ চরম সংকটে রয়েছে। অর্থনৈতিক অবস্থা নাজুক। ব্যাংকের অর্থ লোপাট হয়ে যাচ্ছে। দুর্নীতির করাল গ্রাসে দেশ তলিয়ে যাচ্ছে। পিএসসি (সরকারি কর্ম কমিশন) ভেঙে দেওয়া দরকার।
দেশজুড়ে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানান কাজী ফিরোজ রশিদ। বলেন, কোটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেটি যৌক্তিক। সরকারের প্রতি আহ্বান জানাই, শিক্ষার্থীদের দাবি যেন মেনে নেওয়া হয়।
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে যৌথ সভায় প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা; কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন; প্রেসিডিয়াম সদস্য ইয়াহ ইয়া চৌধুরী, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, খন্দকার মনিরুজ্জামান টিটু ও এম এ কুদ্দুস খান; এবং ভাইস চেয়ারম্যান হাজী নাসির সরকার ও আব্দুল আজিজ।
আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, এস এম হাসেম ও এস এম আল জুবায়ের; সাংগঠনিক সম্পাদক মো. রিফাতুল ইসলাম; প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু; সমবায় সম্পাদক পারভেজ আলম মীর; তথ্য ও গবেষণা সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা; শিক্ষা সম্পাদক মিজানুর রহমান; যুগ্ম-সমবায় সম্পাদক চিশতী খায়রুল আবরার শিশির; এবং যুগ্ম-এনজিও সম্পাদক আবু জাফর কামালসহ অন্যরা।
সারাবাংলা/এএইচএইচ/টিআর