ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ২০ জুলাই
১০ জুলাই ২০২৪ ২৩:৩৬
ঢাকা: ত্রয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সভা ও পুনর্মিলনী (৩০ বছর পূর্তি) অনুষ্ঠান ২০ জুলাই। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর শাহাবাগের বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হবে।
বার্ষিক সাধারণ সভার পাশাপাশি অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠনের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে ত্রয়োদশ বিসিএস’র সদস্যদের নির্ধারিত ফি দিয়ে নাম নিবন্ধনের অনুরোধ করেছে সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্ভব না হলে অনুষ্ঠানস্থলে নির্ধারিত ফি দিয়ে নাম নিবন্ধন করা যাবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে ত্রয়োদশ বিসিএস ফোরাম সদস্যদের সন্তান যারা ২০২৩, ২০২৪ সালের এসএসসি, ২০২৪ সালের এইচএসসি এবং উল্লিখিত সালে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ রেজাল্ট করেছে, তাদের পুরস্কৃত করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম