Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান সিপিবির

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৮:২৫

ঢাকা: গাজীপুরে বিএনএস গ্রুপের দুই কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি. ও এবিকো ইন্ডাস্ট্রিজ লি. এর শ্রমিকদের ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দিয়ে এবং কোনো প্রকার আইন কানুনের ব্যবস্থা না করে কতিপয় মালিক একদিকে শ্রমিকদের জীবনকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। অপরদিকে উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে। শ্রমিকরা খাদ্য, বাড়িভাড়াসহ কোনো ব্যয় মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। যার ফলে মানবাধিকার এবং জাতীয় স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।

এ অবস্থায় নেতারা সরকারের এই শ্রমিকবিরোধী নীতি কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে শ্রমিক মেরে মালিক পোষার নীতি পরিত্যাগ করে অবিলম্বে শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানান নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/একে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর