Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৯:০১

খুলনা: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃষ্টির মধ্যে খুলনার জিরোপয়েন্টে মহাসড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা মহানগরের জিরোপয়েন্টের চতুর্দিকের সড়ক অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। আমরা এ বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা তাদের সঠিক মূল্যায়ন পাচ্ছে না।’

দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

কোটা প্রথা খুলনা বিশ্ববিদ্যালয় টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর