Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদলের ব্যানার ‘টানাটানি’, মাইক নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ২১:১৪ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ২৩:৫৫

রাঙ্গামাটি: কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রাঙ্গামাটিতে মিছিল করেছে জেলা যুবদল। মিছিল শেষে জেলা শহরের নিউ মার্কেট চত্বরে বক্তব্য চলাকালে সমাবেশে ব্যানার নিয়ে নেতাকর্মী ও পুলিশের মধ্যে টানাটানি হয়েছে। পরে সমাবেশস্থল থেকে মাইক ও মাইক পরিবাহনকারী সিএনজি অটোরিকশাটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জুলাইল বিকেলে নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি নিউ মার্কেট সামনে জড়ো সমাবেশ শুরু হয়। সমাবেশের শেষের দিকে পুলিশ আমাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে, টানাটানি শুরু করে। এক পর্যায়ে সমাবেশে ব্যবহৃত মাইক ও মাইক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়।’

সায়েম আরও বলেন, ‘আমাদের নতুন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দেওয়া হচ্ছে না।’

জানা গেছে, জেলা যুবদলের মিছিল ও সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, যুবদল নেতা সিরাজুল ইসলাম মোস্তফা, আনোয়ার হোসেনসহ জেলা, নগর ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এদিকে, জানতে চাইলে রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী জানান, যুবদলের সমাবেশ প্রায়ই বিএনপির সামনে করে, আজকে তারা নিউ মার্কেটের দিকে চলে গেছে। ব্যানার ও মাইক কেড়ে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

পুলিশ ব্যানার যুবদল রাঙ্গামাটি

বিজ্ঞাপন

তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর