Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরাইলি হামলায় অর্ধশত মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৪ ১০:২৩

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় ইসরাইলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৮ হাজার ৩৪৫ জন।

বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৮৮ হাজার ২৯৫ জন ব্যক্তি আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর করা দুটি ‘গণহত্যায়’ ৫০ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। প্রতিকূল পরিস্থিতি হওয়ার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে যেতে পারছেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

গাঁজা টপ নিউজ ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর