শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবি’তে বিক্ষোভ মিছিল
শেকৃবি করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ১৮:৩৮
১২ জুলাই ২০২৪ ১৮:৩৮
শেকৃবি: সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর প্রশাসনের হামলায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
শেকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেকেন্ড গেট আগারগাঁও হয়ে শিশুমেলা কলেজগেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে আসে।
আন্দোলন শিক্ষার্থীরা এসময় ‘শেকৃবিতে হামলা কেন, কুবিতে হামলা কেন, চট্টগ্রাম এ হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার ভাই এর রক্ত, বৃথা যেতে দিব না’ স্লোগান দেন।
উল্লেখ্য, গতকাল ১১ জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এসময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী আহত হয়।
সারাবাংলা/এমও