Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ২২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাতে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় খালিশপুর থানা পুলিশ হালিমার বাসা থেকে তাদের আটক করে।’

ওসি জানান, গতকাল রাতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারী পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পলাশকে গ্রেফতারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পলাশ পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যান। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তদের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।

পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

কৃষক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর