Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৪ ০৯:১০ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৩:৪১

ঢাকা: মস্কোর কাছে একটি বনাঞ্চলে শুক্রবার তিন ক্রুকে নিয়ে উড়াল দেওয়া একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী সবাই নিহত হয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি, বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল।

এটি ওড়ার এক ঘণ্টা পর বিধ্বস্ত হয়।

বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর