Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে আ.লীগ নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৩:৩২ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:১৯

ঢাকা: সর্বজনীন পেনশন স্কিম বাতিল দাবিতে আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নেতারা।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শিক্ষক নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম। ঢাবি শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আ জ ম শফিউল আল ভূইয়া, অধ্যাপক আব্দুর রহিম, বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের পেনশন স্ক্রিম