শিবগঞ্জে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
১৩ জুলাই ২০২৪ ১৮:৫৫
বগুড়া: বগুড়ার শিবগঞ্জে সাপের কামড়ে মাইশা আনজুম মৌ (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) ভোররাতে পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইশা পৌর এলাকার তেঘরী মধ্যপাড়াা গ্রামের ঢালাই কাজের সরদার মজনু মিয়ার মেয়ে। সে এবার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে এবং কলেজে ভর্তির জন্য চেষ্টা করছিল।
এলাকাবাসীর জানান, মাইশা আনজুম মৌ ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার (৮) ঘরে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে মৌ-এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ভোররাত ৩টার দিকে সে মারা যায়।
স্থানীয় লোকজন আরও জানান, সকালে একজন ওঁঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করেও সাপটির কোনো সন্ধান পায়নি। মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মাইশার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নিহতের দাফন শনিবার বাদ যোহর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সারাবাংলা/এনইউ