কোটা সংস্কারে সংসদে আইন পাসের আগ পর্যন্ত আন্দোলন
১৩ জুলাই ২০২৪ ১৯:০১
ঢাকা: সংসদে আইন পাস করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ক্লাস-পরীক্ষায়ও না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার এখন শিক্ষার্থীদের আন্দোলনের দমনের প্রস্তুতি নিচ্ছে। অথচ সরকারের উচিত ছিল কোটার যৌক্তিক সংস্কারের ব্যবস্থা নেওয়া। আমরা বলতে চাই, সরকারের এই ধরনের কর্মকাণ্ড বুমেরাং হয়ে যাবে।’
তিনি বলেন, ‘সংসদে আইন পাস করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ছাত্র আন্দোলন অব্যহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায়ও ফিরব না। রাজপথে আমরা আমাদের অবস্থান জানান দেব। প্রয়োজনে সব পেশার মানুষদের নিয়ে আমরা গণআন্দোলনের দিকে যাব।’
শাহবাগ থানায় দায়ের করা মামলা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যদি মামলা দিতেই হয়, আমাদের নামে দেন। আমরা এখানে যারা আছি, তাদের নামে দেন। শুধু শুধু শিক্ষার্থীদের হয়রানি করবেন না।’
এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার দাবি জানান। সেইসঙ্গে তারা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় বঙ্গভবনের উদ্দেশে পদযাত্রা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হবে এই পদযাত্রা। এর পর তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন। এ ছাড়া, দেশের অন্যান্য স্থানে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ নিজ জেলার জেলা প্রসাশক বরাবর স্মারক লিপি দেবেন।
সারাবাংলা/আরআইআর/পিটিএম