Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ২৩:৪৫

বগুড়া: সদর উপজেলার পল্লীমঙ্গল এলাকায় এনআরবিসি ব্যাংকের উপ-শাখার ভল্ট ভেঙে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরির রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারসহ ১ লাখ ৫৮ হাজার টাকা ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুলাই) রাতে গাইবান্ধার সাঘাটা থেকে আসামিকে গ্রেফতার ও টাকা উদ্ধার করে পুলিশ।

এর আগে, আইএফআইসি ব্যাংক মাটিডালি উপশাখার ভোল্ট ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার জাহিদুলকে জিজ্ঞাসাবাদের তথ্যানুযায়ী পুলিশ এনআরবিসি ব্যাংকের উপশাখার রহস্য উন্মোচন করে।

পুলিশ জানায়, গত ২৪ জুন ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে আইএফসি ব্যাংক মাটিডালি শাখার টাকা চুরির মূল হোতা জাহিদুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে এনআরবিসি ব্যাংকের চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের আদেশে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ আরও জানায়, জাহিদুলের বাড়ি থেকে তার তথ্যানুযায়ী ৫৭ হাজার ২৫০ টাকা এবং পরে গ্রেফতার রিয়াজ উদ্দিন মিঠুর বাড়ি থেকে ১ লাখ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তরা জানিয়েছে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির পর তারা টাকা ভাগাভাগি করে আত্মগোপনে চলে গিয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে এনআরবিসি ব্যাংক পল্লীমঙ্গল উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।

সারাবাংলা/পিটিএম

এনআরবিসি ব্যাংক টাকা চুরি বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর