‘রাইফেল হাতে নিয়ে ছাদে দাঁড়িয়ে ছিল হামলাকারী’
১৪ জুলাই ২০২৪ ০৯:৩৭
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিবিসিকে ঘটনার বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে তার বর্ণনা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি সমাবেশের বাইরে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখন ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।
গ্রেইগ নামের ওই ব্যক্তি বিবিসিকে বলেন, ‘আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে লোকটি অগ্রসর হচ্ছে, ৫০ ফুট দূরে ছিল আমাদের।’
‘তার কাছে একটা রাইফেল ছিলো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল’ বলছিলেন তিনি।
‘আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। এরপর পাঁচটি গুলির শব্দ।’
জেন এবং থেরেসা নামে আরও দুজন প্রত্যক্ষদর্শী বাটলার কাউন্টির ওই সমাবেশে উপস্থিত ছিলেন। বিবিসি নিউজকে তারা জানিয়েছেন যে ছয় থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তারা।
‘আমি ঠাস করে একটা শব্দ শুনলাম, একটি বিলম্বে আবার দুটি শব্দ হলো। আমি তখনি বুঝতে পারছিলাম যে এটা গুলি’ বলেন থেরেসা।
তারা অবশ্য বলছিলেন যে তারা কাউকে আহত হতে দেখেননি। তবে সিক্রেট সার্ভিস সদস্যরা লোকজনকে বাইরে বের করে নিয়ে আসে।
এদিকে হামলার ঘটনায় রিপাবলিকান পার্টির বহু রাজনীতিক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে রয়েছে টেনেসির সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন, কানসাস সিনেটর রজার মার্শাল, গাই রেসচেনথেলার এবং টিম বারশেট। সামাজিক মাধ্যম এক্স-এর তারা পোস্ট করেছেন –‘ট্রাম্পের জন্য প্রার্থনা’।
‘ঈশ্বর প্রেসিডেন্ট ও তার পরিবারের মঙ্গল করুন’ লিখেছেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস।
নিউইয়র্ক থেকে নির্বাচিত হাউজ রিপাবলিকান কনফারেন্সের চেয়ারওম্যান এলিস স্টেফানিক বলেন, ‘দয়া করে প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং সমাবেশে যোগ দেয়া সব দেশপ্রেমিকের জন্য প্রার্থনা করুন।’
সারাবাংলা/একে