Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলন: চলছে বঙ্গভবনমুখী পদযাত্রা

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১২:৪০

ঢাকা: দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মামলা তুলে নেওয়ার দাবিতে বঙ্গভবনমুখী গণপদযাত্রা শুরু করেছে আন্দোলনকারীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে শাহবাগ হয়ে প্রেসক্লাবের দিকে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আজ।

এর আগে, সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনে এসে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে ১২টার দিকে প্রায় পাঁচ থেকে সাত হাজার শিক্ষার্থী নিয়ে পদযাত্রাটি শুরু করেন তারা।

পদযাত্রাকালে কোটা সংস্কারের পক্ষে এবং সারাদেশের বিভিন্ন জায়গায় হওয়া পুলিশী হামলার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

সারাবাংলা/আরআইআর/ইআ

কোটা সংস্কার আন্দোলন বঙ্গভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর