Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিরো পয়েন্টে আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৩:৫৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৫:৫৫

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছেছে। রোববার (১৪ জুলাই) দুপুর ১টার পর পদযাত্রাটি জিরো পয়েন্টে পৌঁছায়।

সেখান থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে বঙ্গভবনে যাওয়ার দিকে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সেখানেই অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এ পদযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পদযাত্রাটি শাহবাগ হয়ে সাড়ে ১২টা নাগাদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়।

দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে (শিক্ষা ভবনের সামনে) পুলিশের মানবঢালের মুখে পড়েন। তবে সেই বাঁধা ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকেন তারা।

সারাবাংলা/আরআইআর/একে

কোটা আন্দোলন জিরো পয়েন্ট

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর