ফাইনালে যা নিয়ে স্পেন কোচের ভয়
১৪ জুলাই ২০২৪ ১৫:১১
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। গ্রুপ অফ ডেথ থেকে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের আগে স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে বলছেন, প্রতিপক্ষ নয়, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে না পারার ভয়ই তার মাঝে বেশি কাজ করছে।
গ্রুপ পর্বে ইতালি, ক্রোয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল স্পেন। এরপর জর্জিয়া, জার্মানি, ফ্রান্সকে হারিয়ে ১২ বছর পর ইউরোর ফাইনালে উঠেছে স্পেন। পুরো টুর্নামেন্টে তাদের ফুটবলারদের নৈপুণ্য মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। প্রতিপক্ষের উপর দাপট দেখিয়েই জয় পেয়েছেন ইয়ামালরা। ৬ ম্যাচে তারা শট নিয়েছেন ১০৮টি, শটস অন টার্গেট ৩৭টি। এর মাঝে গোল হয়েছে ১৩টি। সবকয়টিই এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।
ফাইনালে গিয়েও নিজেদের এমন খেলা ধরে রাখতে পারবে কিনা দল, সেটা নিয়েই বেশি চিন্তিত ফুয়েন্তে, ‘সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে নিজেদের চিরচেনা ফুটবলটা খেলতে পারা। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে। ইংল্যান্ড যেভাবেই খেলুক আমাদের নিজেদের চেনা খেলাটা খেলে যেতে হবে। যদি বিশেষ পরিস্থিতি তৈরি হয় তখন অন্যভাবে খেলার পরিকল্পনা করা যেতে পারে।’
ইংল্যান্ডের ফুটবলার ও কোচ দুই পক্ষই ফাইনালে স্পেনকে ফেভারিট মানছেন। ফুয়েন্তে অবশ্য কাউকেই ফেভারিট মানতে নারাজ, ‘ফাইনালে কেউ ফেভারিট নয়। দুই দলই সমান, ঠিক যেমন নকআউট পর্বে ছিল। এখানে ভুলের কোন সুযোগ নেই। এখান পর্যন্ত আসতে পারাটা দারুণ ব্যাপার। ফাইনাল নিয়ে আমরা রোমাঞ্চিত। এটা আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। এটা টুর্নামেন্টের সেরা দুই দলের লড়াই। দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছি।’
সারাবাংলা/এফএম