Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৫:২৯

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) উপজেলার ষোলঘর ফুলতলি এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ধাক্কা দেয়া ট্রাকের হেলপার ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে ট্রাক দুটি একই লেনে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে ষোলঘর এলাকায় বড় ট্রাকের পেছনে ধাক্কা দেয় ছোট ট্রাকটি। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই সময় ধাক্কা দেওয়া ট্রাকটির হেলপার দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সারাবাংলা/ইআ

ট্রাকের ধাক্কায় নিহত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর