Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৬:২১

ঢাকা: কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সরকারকে। পাশাপাশি শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মামলা তুলে নেওয়ার দাবি জানান তারা।

রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান শেষে প্রতিনিধিদল এই তথ্য জানান

বেলা আড়াইটার দিকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন আন্দোলনকারীদের পক্ষে ১২জন শিক্ষার্থী। তারা হলেন—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরুন নিসা।

এর আগে, বেলা সাড়ে বারোটার দিকে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রা নিয়ে রওনা হন শিক্ষার্থীরা। গণপদযাত্রাটি গুলিস্তান জিরো পয়েন্টে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যায় শিক্ষার্থীদের একটি অংশ। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দেয় পুলিশ।

সারাবাংলা/আরআইআর/একে

আলটিমেটাম কোটাবিরোধী আন্দোলন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর