নরসিংদীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২
১৪ জুলাই ২০২৪ ১৯:৫৫
নরসিংদী: পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর। এসময় সিএনজির আরো চার যাত্রী আহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের ছেলে জারিফ (৪)।
নিহত এনামুল হকের এক স্বজন জানান, বিকেলে ইটাখোলা থেকে টাঙ্গাইলে অবস্থিত তার ছেলের মাদরাসায় যাচ্ছিলেন তিনি। এসময় সিএনজিচালিত অটোরিকশাটি সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগরপাঁচদোনায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফসহ এনামুল হকের মৃত্যু হয়। আহত হয় সিএনজিতে থাকা আরো চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরবিারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও