Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর আবাহনী মাঠের পাশে থেকে ৪টি ককটেল জব্দ


২ জুন ২০১৮ ১৫:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি আবাহনী খেলার মাঠের পাশে থেকে অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

শনিবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল সেখানে গিয়ে ককটেল চারটি নিষ্ক্রিয় করে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবাহনী খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোণায় পুলিশ বক্সের কাছে একটি বটগাছের নীচে কে বা কারা ৫টি ককটেল রেখে যায়। এর একটি বিস্ফোরিত হলে পুলিশ বিষয়টি টের পায়।

ওবায়দুর রহমান আরও বলেন, কারা, কী উদ্দেশ্যে এই কাজটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একজন সহকারী কমিশনার ও ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সারাবাংলা/ইউজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর