Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোর টুর্নামেন্ট সেরা রদ্রি

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪ ০৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর ফাইনালে প্রথমার্ধেই শুধু খেলতে পেরেছেন তিনি। তবে টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফর্ম করা স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতেই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। স্পেনের শিরোপা জয়ের দিনে ইউরো ২০২৪ আসরের সেরা ফুটবলারের খেতাব জিতলেন এই ম্যানচেস্টার সিটি ফুটবলার।

টুর্নামেন্টের সব ম্যাচেই প্রথম একাদশে ছিলেন রদ্রি। ফাইনালেও নেমেছিলেন শুরুতেই। তবে পুরো ম্যাচ খেলতে পারেননি রদ্রি। প্রথমার্ধের শেষভাগে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। তার অভাবটা অবশ্য বুঝতে দেননি অন্যরা। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর শিরোপা জিতেছে স্পেন।

বিজ্ঞাপন

ইউরোতে ৭ ম্যাচে রদ্রি খেলেছেন ৫২১ মিনিট। গোল করেছেন একটি। জর্জিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আসে তার একমাত্র গোল। এবারের টুর্নামেন্টে রদ্রি পাস দিয়েছেন ৪৩৯টি, এর মাঝে সফল পাস ছিল ৪১১ টি। সফল পাসের হার ৯২.৮৪ শতাংশ!

মাঝমাঠে নিয়ন্ত্রণ রেখে স্পেনের ট্রফি জয়ের অন্যতম নায়ক রদ্রির হাতেই তাই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর