সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি, দেড় ঘন্টা অচল ছিল কাস্টমস
১৫ জুলাই ২০২৪ ১৬:২৭
চট্টগ্রাম ব্যুরো: এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে দেড় ঘন্টা কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশন।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এসোসিয়েশনের কাস্টমস এজেন্টরা।
সংগঠনের নেতারা চালান খালাসের নতুন বিধানকে কালো আইন হিসেবে অভিহিত করেছেন।
সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, আমরা সিএন্ডএফ এজেন্ট আগে সব মালামাল খালাস করতাম। কিন্তু এক্সপ্রেস পদ্ধতিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এর ফলে প্রায় ১৫ হাজার এজেন্ট ক্ষতির সম্মুখীন হচ্ছি। সারা বাংলাদেশেই আমরা এজেন্টরা একযোগে কর্মসূচি পালন করছি। কোনো কুরিয়ার এক্সপ্রেসওয়ে কাজ করতে পারবে না। আমরা এসআরও-২০৭ আইন বাতিল চাই।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সিনিয়র সহ–সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রিগ্যান।
এ বিষয়ে জানতে চাইলে কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, আমাদের ওই সময় সভা ছিল। আন্দোলনের বিষয়ে কিছু জানি না। আন্দোলনের কোনো প্রভাব কাস্টমসে পড়েনি।
সারাবাংলা/আইসি/ইআ