Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানে ব্যান্ডেজ নিয়েই জনসমক্ষে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪ ১১:৫৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৪:১৫

নির্বাচনি সমাবেশে হামলার শিকার হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়েই জনসমক্ষে এলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ জুলাই) কানে ব্যান্ডেজ করা অবস্থায় সম্মেলনে অংশ নেন তিনি। হামলার শিকার হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ১০টায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের ভেন্যু মিলওয়াকিতে পৌঁছান। ভেন্যুতে পৌঁছেই সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় ট্রাম্পকে দেখে তার সমর্থরা স্লোগান দিতে থাকে, ‘ফাইট! ফাইট! ফাইট!।

বিজ্ঞাপন

মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে আবারও সাহস যোগান দলকে। সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কনভেনশন দুইদিন পেছানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় দেয়নি ডোনাল্ড ট্রাম্প। হামলার পরদিনই সম্মেলনে যোগ দিতে মিলওয়াকি পৌঁছান তিনি।

আরও পড়ুন: ট্রাম্পকেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

সারাবাংলা/ইআ

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর