ঢাবি: কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হচ্ছেন কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহিদ মিনার ও টিএসসি এলাকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, গতকালের ঘটনার পর ফাঁকা হতে থাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। তবে প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো খোলা আছে।
বেলা চারটার দিকে টিএসসি গিয়ে দেখা যায়—সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, পার্শ্ববর্তী ডাচ এলাকা, মিলনচত্বর ও ভিসি চত্বর এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, বাঙলা কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
অন্যদিকে, বেলা ৩টার পর থেকে শহিদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে অন্যদিনের মতো হলপাড়া অংশের হলগুলো থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীদের আসতে দেখা যায়নি।
এদিকে, টিএসসি এলাকায় মাইকিং করে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগের অনুরোধ করতে দেখা যায় প্রক্টরিয়াল টিমকে। তবে তাদের মাইকিং এ সাড়া দেননি কেউই।