উত্তরায় শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২
২ জুন ২০১৮ ১৬:৪৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা : রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের জসিম উদ্দিন রোডে (১২) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ জুন) উত্তরা পুর্ব থানা পুলিশ ভোরে শিশুটিকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন জানান, উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত শিশুটি।
গতকাল রাত ১০টার দিকে বাসা থেকে পালিয়ে জসিম উদ্দিন রোডে এলাকায় আসে। সেখানে মোফাজ্জল (১৮) নামের এক যুবকের সহযোগিতায় নিরাপত্তাকর্মী ঝন্টু (২৪) শিশুটিকে ধর্ষণ করে। দুজনকেই আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়ধীন। শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, শিশুটি কেন বাসা থেকে পালিয়ে রাস্তায় এলো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/একে