Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৮:২১

ময়মনসিংহ: সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে নগরীর কৃষ্ণচুড়া চত্বরে জমায়েত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে ঘণ্টাব্যাপী রেললাইন অবরোধ করে।

কোটা আন্দোলনে সরকারি আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা কফিন মিছিল করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ থাকে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ করে।

সারাবাংলা/এনইউ

কোটা আন্দোলন টপ নিউজ ময়মনসিংহ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর